যারা ইইউ-র নাগরিক না তাদের, অধিকাংশ পরিস্থিতিতে, সুইডেনে কাজ করার জন্য কাজের পারমিট থাকা দরকার৷ কাজের পারমিট পাওয়ার জন্য, কর্মচারী হিসাবে আপনি নিশ্চয় চাকরির আমন্ত্রণ পেয়েছেন৷ তাছাড়া, সুইডেনে আসার জন্য, আপনাকে নিশ্চয় একটি আবেদনপত্র পূরণ করতে হয়েছে ও বৈধ কাজের পারমিট নিয়ে নিতে হয়েছে৷ আপনি সুইডেনে এসে কাজের খোঁজ করার জন্য কাজের পারমিট পাবেন না৷
কাজের পারমিট জারি করার দায়িত্ব সুইডেনের মাইগ্রেশন বোর্ড অর্থাত্ অভিবাসন বোর্ডের
কাজের পারমিটের আবেদন করতে হলে, আপনার সুইডেনে এসে উপস্থিত হওয়ার আগেই তা করতে হবে৷ আপনি সুইডেনের অভিবাসন বোর্ড সুইডিশ মাইগ্রেশন বোর্ড বোরয়ার ওয়েবসাইটের মাধ্যমে কাজ করা ও বসবাস করার পারমিটের আবেদন পূরণ করে দিতে পারেন৷
সুইডেনে আসার জন্য যদি আপনার ভিসার প্রয়োজন হয় তাহলে সুইডেনের দূতাবাস বা কনসুলেটে আপনার কাজের পারমিটের আবেদনটি জমা করতে হবে৷
সুইডেনে কাজের পারমিট পেতে হলে কি কি প্রয়োজন?
কাজের পারমিট পাওয়ার জন্য এগুলি থাকা প্রয়োজন:
1. আপনার কাছে বৈধ পাসপোর্ট থাকা;
2. কাজ করার সময়টায় স্বাবলম্বী থাকা;
3. প্রতি মাসে কমপক্ষে 13,000 এসইকে উপার্জন করা (অনুগ্রহ করে পয়েন্ট 5 দেখুন) ;
4. আপনার নিয়োগকর্তা কমপক্ষে দশ দিন যাবত্ সুইডেনে ও ইইউ-তে কর্মনিযুক্তির বিজ্ঞাপন দিয়েছিলেন (নতুন কর্মনিযুক্তির ক্ষেত্রে);
5. সুইডেনের সম্মিলিত চুক্তি অনুসারে বা আপনার পেশা বা ইন্ডাস্ট্রিতে যা প্রথাগত রীতি সেইমত আপনার নিয়োগকর্তা আপনাকে চাকরির শর্তাদি জানাবেন (নিচে দেখুন), এবং
6. আপনার নিয়োগকর্তা আপনার ইন্ডাস্ট্রির শ্রম সংগঠনকে আপনার কর্মনিযুক্তির শর্তাদির বিষয়ে মন্তব্য প্রকাশ করার সুযোগ দেবেন৷
সকলের জন্য সমান অধিকার!
আপনার কাছে যদি বৈধ কাজের পারমিট থাকে ও সুইডেনে সাময়িকভাবে কর্মরত থাকেন তাহলে সুইডেনের আইন ও নিয়মানুসার আপনি নিরাপত্তা পাবেন৷ অর্থাত্ পটভূমি বা রাষ্ট্রীয়তা নির্বিশেষে, সুইডেনে বসবাসকারী অ্ন্য সবার মত আপনার একই অধিকার পাবেন৷
এতে অন্তর্ভুক্ত কয়েকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হল কাজের পরিবেশ, ন্যূনতম বেতন এবং ছুটিতে বেতন, কাজের ঘন্টা, কর্মস্থলে বৈষম্য এবং মা বাবার ছুটি পাওয়ার অধিকার৷ এইসব বিষয় আইন, সম্মিলিত ও বেসরকারি নিযুক্তির চুক্তি দ্বারা নিয়ন্ত্রিত, যাকে “সুইডিশ মডেল” বলা হয়৷
প্রয়োগসাধ্য তথ্য -
নতুন দেশে এসে উপস্থিত হওয়ার পর অনেক কিছু নতুন ও অচেনা মনে হতে পারে৷ এখানে আপনি কয়েকটি প্রয়োগসাধ্য তথ্য পাবেন যা সুইডেনে কাজ করা ও বসবাস করা, এমনকি কাজ ছাড়া অন্যান্য বিষয়েও আপনার সহায়ক হবে৷ আরো তথ্য ও নির্দেশের জন্য এখানে তালিকাভুক্ত বেশ কয়েকটি ওয়েবসাইট যথেষ্ট উপযোগী হতে পারে৷
Working in Sweden -
সুইডিশ মাইগ্রেশন বোর্ড এর ওয়েবসাইট
Moving to Sweden -
Moving in Sweden
Facts about Sweden – and 20 things you should know about Swedes before moving here -
http://www.sweden.se/eng/
How to do things in Sweden -
http://
Getting around in Sweden -
http://
How to join the union as a restaurant worker (HRF) -
http://www.hrf.net/
How to join the employer organization as a restaurant owner (Visita) -
http://www.visita.se/
More information about the Swedish Work Environment Authority -
http://www.av.se/
SR International – Swedish news in different languages, including English, Arabic and Persian -
http://sverigesradio.se/
keo jodi berry pickers job ey jete chai tahole shay koto din thakte parbe ?salary kemon pabay ?r kotodin lagte paray visa hotey?plz ektu janaben
ReplyDeleteআপনে কি চলে গেছেন
Deleteআপনে কি যাবেন নাকি
Deleteভাই,
ReplyDeleteকেমন টাকা লাগবো যেতে। বেতন কেমন হবে,?
আসসালামু আলাইকুম । আমার নাম ইউনুছ। ভাই আমি সুইডেনে ওয়ারকিং ভিসায় যেতে চাই। সুইডেনে এর ওয়ার্কিং ভিসা আবেদন করতে হলে কি কি ডকুমেন্টস লাগবে এবং কিভাবে আবেদন করতে হবে কেউ কি দয়া করে বলবেন। যদি বলেন আমার অনেক উপকার হবে।
ReplyDeleteApni ki sudhu Sweden ei kaj korte chacchen? onno kono country hole amr sathe amr mail e jogajog korun.. ami asha kori apnake help korte parbo
Deleteovimoon01@gmail.com
Onno desh bolte kon kon desh?
Deleteami jete chai kew visa dite parben...01746086456
ReplyDeleteI want go to Europe with a work visa,anyone help me?plz call-01671512931
ReplyDeleteআপনার সাথে কথা বলতে চাই
ReplyDelete
ReplyDeleteআসসালামু আলাইকুম। ভাই আমি সুইডেনে ওয়ারকিং ভিসায় যেতে চাই। সুইডেনে এর ওয়ার্কিং ভিসা আবেদন করতে হলে কি কি ডকুমেন্টস লাগবে এবং কিভাবে আবেদন করতে হবে কেউ কি দয়া করে বলবেন। যদি বলেন আমার অনেক উপকার হবে প্লিজ !
I need a work permit of Europe
ReplyDelete