Blogger WidgetsPrint Blogger Widgets

Friday, April 12, 2013

ইতালিতে পরিবার নিয়ে আসতে হলে কি কি করতে হবে ? How Can i Bring my Family in Italy ?

























ইতালিতে পরিবার নিয়ে আসার ব্যাপারে ।কিভাবে এবং কে কে পাড়বেন তাদের পরিবার কে ইতালিতে 
নিয়ে আসতে ?আপনারা যারা ইটালির Permesso di Soggirono বা ওয়ার্ক পারমিট ধারী এবং যাদের পারমিট এর সময় এক বছরের উপর বা যারা সব সময়ের জন্য পারমিট পেয়েছেন তারা তাদের পরিবারকে ইতালিতে নিয়ে আসার জন্য অ্যাপ্লাই করতে পাড়বেন।
 তবে এখানে জেনে রাখা ভালো ইটালির এই ওয়ার্ক পারমিট কয়েক ধরণের হয়ে থাকে
যেমনঃ* অপরের অধিনে কাজ করার পারমিট(Permesso di soggiorno per Lavoro Subordinato).
* নিজেই নিজের অধিনে কাজ বাঁ ব্যবসা করা( Permesso di soggiorno per Lavoro Subordinato).
* রাজনৈতিক আশ্রয় বাঁ যুদ্ধের কারনে ইতালিতে এসে আশ্রয় নেওয়ার পারমিট(Permesso di soggiorno per asilo).
* স্টুডেন্ট হিসাবে যারাপরা-লেখা করতে আসে( Permesso di soggiorno per studio).
*ধর্মীয় কারনে যারা পারমিট পায় ( Permesso di soggiorno per  motivi religiosi).
কি কি শর্তাবলী রয়েছে #
 #যারা ইতালিতে স্পন্সর ভিসায় এসেছে এবং যাদের পারমিট এর সময়কাল এক বছরের উপরে তারা আবেদন করতে পারবেন
#ইতালিতে যারা ফ্যামিলি রিইউনিওন ভিসা বা  ( Permesso di - soggiorno per  motivifamiliari).  নিয়ে এসেছেন তারা আবেদন করতে পারবেন ।
# আবেদনকারী প্রাপ্ত বয়স্ক হতে হবে ।   
# ইতালিতে আপনার ফুলটাইম কাজ আছে এমন হতে হবে । 
যারা উপরের নিয়ম আনুযায়ি ইটালির Permesso di soggiorno বা ওয়ার্ক পারমিট ধারনকারী তারা তাদের পরিবারকে ইতালিতে নিয়ে আসার জন্য ভিসার অ্যাপ্লাই করতে পাড়বেন।আর এই ভিসার জন্য আপনাকে অনলাইন এ ফর্ম  পূরণ করতে হবে । কীভাবে করবেন টা নিচের লিঙ্কে ফর্ম টি দেয়া হল ।

No comments:

Post a Comment

সাম্প্রতিক পোষ্টসমূহ - Recent Posts

 

Visitors


ShareThis

আমাকে ফলো করুন >>

Total Visitors


 
^ Back ToTop