কোন দেশে কত টাকার ব্যাঙ্ক স্টেটমেন্টস লাগবে ইউরোপে পড়াশুনা করতে ??
ইউরোপের উচ্চশিক্ষার একটি অবিছেদ্য শর্ত হলো আপনি আর্থিক সাবলম্বী কি না .আপনি আপনার পড়াশুনা চালিয়ে যেতে পারবেন কি না. ভিসা আবেদনের আগে আপনাকে একটা নির্দিষ্ট পরিমান টাকার ব্যাঙ্ক সলভেনসি সার্টিফিকেট দেখাতে হবে যা আপনার প্রমান দেবে আপনি ইউরোপ আসার পর পড়াশুনার খরচ বা থাকা খাওয়ার খরচ বহন করতে সক্ষম হবেন . আজ আমাদের আলোচনার বিষয় হল কোন দেশের জন্য কি পরিমান টাকার ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে হবে স্টুডেন্ট কাউনসিলরকে বা এম্বেসী তে . কোন দেশের ক্ষেত্রে ব্লক একাউন্ট দেখাতে হবে ? ব্যাঙ্ক স্টেটমেন্ট তা মূলত এক বছরের থাকা খাওয়ার জন্য ওই দেশের Living expenses এর ১২ মাসের সমপরিমাণ টাকা দেখাতে হয় . যেমন দরুন জার্মানিতে এক মাসে ৬৭০ ইউরো খরচ হয় সেই ক্ষেত্রে আপনাকে ১২*৬৭০ =৮০৪০ ইউরো এক বছরে দেখাতে . দেশে ভেদে কেমন হবে ব্যাঙ্ক স্টেটমেন্ট তার উপর একটা সংক্ষিত বর্ণনা আমি দিচ্ছি । আশা করি ইউরোপে পড়তে ইচ্ছুক ভাই - বোনদের কাজে আসবে
প্রথমে বলে নেই ব্লক একাউন্ট এর বেপারে . ব্লক একাউন্ট সম্পর্কে অনেকের ধারণা না ও থাকতে পারে . ব্লক একাউন্ট হচ্ছে নরমালি একটি ব্যাঙ্ক একাউন্ট যেই একাউন্ট থেকে আপনি চাইলেও নির্দিষ্ট পরিমান টাকা ছাড়া সব টাকা একত্রে তুলতে পারবেন না . আর বিশেষ ক্ষেত্রে সম্পুর্ন টাকা ব্লক করা হতে পারে যতক্ষণ পর্যন্ত না আপনার ভিসার প্রক্রিয়া শেষ হচ্ছে . ইউনিভার্সিটি থেকে কনফার্ম admission letter পাওয়ার পর সাধারণত এই ব্লক একাউন্ট করতে বলা হয় . এম্বেসীতে ভিসা আবেদনের পারবেন সম্পুন টাকা ব্লক করতে ( ইমিগ্রেশন রুলস অনুযায়ী ) ভিসা নিশ্চিত হওয়ার পর বাংলাদেশের ব্যাঙ্ক থেকে ব্লক একাউন্ট এর টাকা গুলো ওই দেশের ব্যাঙ্ক একাউন্ট এ ট্রান্সফার করতে হবে . যে খানে আপনি পড়াশুনা করতে আবেদন করেছেন . টাকা ট্রান্সফার এর বেপারে এম্বেসী ও ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল অফিস আপনাকে সাহায্য করবে . টেনশন করার কোন কারণ নাই.
কোন কোন দেশে ব্লক একাউন্ট দেখাতে হবে ?
১#জার্মানি এর ক্ষেত্রে ব্লক একাউন্ট দেখাতে হবে . টাকার পরিমান ৮০৪০ ইউরো . বাংলাদেশী টাকায়
৮ লক্ষ ৪ হাজার প্রায় .( কম বেশি হতে পারে দর অনুযায়ী )
২# নরওয়ে এর ক্ষেত্রে ব্লক একাউন্ট দেখাতে হবে . টাকার পরিমান ৯২০০০ নরওয়েজিয়ান
ক্রোনা=১২৫০০ ইউরো = ১৩ লক্ষ টাকা .
#ব্রিটেন এর ক্ষেত্রে ১০০০০ পাউন্ড.= ১২ লক্ষ টাকা
#সুইডেনের ক্ষেত্রে ৮৭৫০০ সুইডিশ ক্রোনা =১০.৫ লক্ষ টাকা .
#ফিন্লান্ডের ক্ষেত্রে ৬৭২০ ইউরো ( বেশি দেখাতে পারলে সমসা নাই )
#আয়ারল্যান্ড এর ক্ষেত্রে ৮০০০ ইউরো = ৮ লক্ষ টাকা .
#অস্ট্রিয়া এর ক্ষেত্রে ৬৫০০ ইউরো = ৬ লক্ষ ৫০ হাজার টাকা
#পোল্যান্ড ৫৫০০ USD . ৪ লক্ষ টাকা প্রায় .
# লাটভিয়া, লিথুয়ানিয়া, এস্তোনিয়া ৪৫০০-৫০০০ ইউরো = ৪.৫ -৫.০ লক্ষ টাকা .
#ইতালির ক্ষেত্রে ৭ লক্ষ টাকা .
# বেলজিয়াম + নেদারল্যান্ড এর ক্ষেত্রে ৭৫০০ ইউরো =৭.৫ লক্ষ টাকা .
# পর্তুগালের জন্য ৫০০০ ইউরো =৫ লক্ষ টাকা .
#স্পেন এর ক্ষেত্রে ৬ লক্ষ .
# রোমানিয়া , বুলগেরিয়া এর ক্ষেত্রে ৪ লক্ষ টাকা .
# সাইপ্রাস এর ক্ষেত্রে ৫০০০ ইউরো = ৫ লক্ষ টাকা .
আরো যদি কোন দেশের ব্যাপারে কারো আগ্রহ থাকে তাহলে আমাদেরকে লিখতে পারেন. কোন বিষয়ে কোন ভুল ভ্রান্ত্রি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন . সর্বদা আমাদের আপডেট পেতে জয়েন করুন আমাদের ফেইবুক পেইজে ।
ধন্যবাদ সবাইকে . অ্যাডমিন
Germany'r jonno to 7908 euro block A/C a dekhate hoi....akhane 8040 euro keno bola hosse?
ReplyDeleteRead if you have confussion ##
Delete8,040 Euro for one year
Before you get the permission to study in Germany, you have to proof that you can finance it properly. There are different options for that. We give you an overview of the most popular ones.
You need it, to pay your rent, to go shopping and to party: money. Before you begin your studies, you will have to show how you intend to finance your stay. You must provide what is called a “Finanzierungsnachweis” or “proof of financial resources”. In most cases, you are required to include this document with your visa application. At the latest, you will need it when you apply for a residence permit.
At present, foreign students must prove they have at least 8,040 euro per year at their disposal (about 670 euro per month). Proof of financial resources can be provided in various ways. The following forms are generally accepted:
http://www.study-in.de/en/study/admission-requirements/before-you-leave/proof-of-financial-resources/
admin vai australia somporke kisu bolen
ReplyDeleteits really nice to get this information.i hope it will help us lot,
ReplyDeleteClick here
I think our Bengali brothers and Sisters outside really want to change our country in a positive manner and if we want to be a developed nation we must mix and cooperate with international society.
ReplyDeleteBut my hearties request to you guys, please come back after your success and do something for our people.Because we need you. After all we are Bengali first.
i want to study Netherland...
ReplyDeletewouild you plz tell me some information about Netherland. Can I cover my tuition fees (bachelor)) by doing part time job
Can you post the information about how much fund is required for Switzerland student VISA?
ReplyDeletewhat about Austria? I am in 25. How much I have to show?
ReplyDeleterussia te koto lagbe bank statement
ReplyDeletefrance?
ReplyDeleteFor Russia?
ReplyDeleteFor Czech Republic...? and how much time to show thats...?
ReplyDeletefor canada
ReplyDeletefor denmark
ReplyDeletefor denmark
ReplyDeletefor canada
ReplyDelete