আজকে আমরা আলোচনা করব জার্মানিতে কিভাবে আপনি আপনার কাঙ্খিত বিষয় ও ইউনিভার্সিটি খুঁজে নিবেন। আমাদের পেইজের জার্মান সম্পরকে পোস্ট গুলোতে অনেকে মন্তব্য করেছেন কীভাবে আবেদন করবে জার্মানিতে কোন সাবজেক্ট এ পড়াশুনা করবে । আমারা পোষ্টগুলো করার সময় অনেক লিঙ্ক ব্যাবহার করে থাকি কিন্তু দুঃখের বিষয় সবাই পোস্ট গুলো ভাল করে না পড়ে শুধু লাইক মারতে থাকেন। আমারা পোস্ট করে এ যাব কিন্তু আপনার কোন উপকারে আসবে না যতক্ষণ আপনি নিজের চেষ্টা করবেন। সবার কাছে আনুরধ রাখব সবাই যেন আমাদের পোস্ট সমুহে বেবহিত লিঙ্কে গিয়ে বিস্তারিত জেনে নেন। ত দেখে নিন আমাদের স্ক্রীন শট গুলো জার্মানি তে কীভাবে, কথায় আপনি প্রোগ্রাম খুজবেন?
প্রথমে যাবেন ডেড এর ওয়েবসাইটে । https://www.daad.de/en/
প্রথমে যাবেন উপরে উল্লেখিত ওয়েবসাইটে। |
এখান থেকে ইন্টারন্যাশনাল স্টুডেন্টস হিসেবে আপনাকে ইনফর্মেশন ফর ফরেইনারস সিলেক্ট করতে হবে। যাবেন এই লিঙ্কে Information for foreigners - Courses of study in Germany
উপরের স্ক্রীন শট টি দেখুন। |
এরপরে নিজের দিকে দেখতে পাবেন ইন্টারন্যাশনাল প্রোগ্রামস ইন জার্মানি । ক্লিক করবেন এখানে । লাল তীর দেয়া । International programmes in Germany
এরপর দেখতে পাবেন প্রোগ্রাম ডাটাবেস চলে আসছে । আপনি ওইখান থেকে আপানর পছন্দ সহিত ডিগ্রি প্রোগ্রাম সিলেক্ট করতে পারবেন। কোন সাবজেক্ট এ পড়তে চান ওটা সিলেক্ট করলে শুধু মাত্র আপনার পছন্দ ক্রিত সাবজেক্ট এ আসবে। যাবেন এই এখানে :-
আপনি ব্যাচেলর, মাস্টার্স, পি এইচ ডি যে সাবজেক্ট এ পড়তে চান সিলেক্ট করুন । তারপর কোন প্রগামে পড়তে সেটা বেছে নিন। অনেকে সাবজেক্ট দেয়া আছে অই খানে। |
উপরের প্রোগ্রাম ডাটাবেস এ কি কি থাকবে সেগুল হল :
1#Degree/Level
2# Field of Study
3# Course Language
4# Location
5# Duration
সব কিছু যে আপনাকে সিলেক্ট করতে হবে এমন কোন কথা নয়। আপনি চাইলে শুধু মাত্র ব্যাচেলর লিখে বা মাস্টার্স লিখে ও সার্চ করতে পারেন। তবে মনে রাখবেন জার্মানিতে ইংলিশ এ পড়াশুনা করবেন বলে ল্যাঙ্গুয়েজ তা সিলেক্ট করতে ভুল বেন না ।
সবশেষে আপনি আপনার সিলেক্ট করা বিষয়ের উপর ভিত্তি করে অনেক গুলো রেজাল্ট দেখাবে। এই রকম।
প্রাগ্রামের উপর ক্লিক করলে বিস্তারিত আসবে এই ভাবে । নীচের স্ক্রীন শট টি দেখুন >
আপনার সিলেক্ট করা সাবজেক্ট ,ডিগ্রি কোন কোন ইউনিভার্সিটি তে আছে এখানে শো করবে। তারপর অই প্রগ্রামের ওপর ক্লিক করলে বিস্তারিত আসবে । কখন, কোথায় । কোন টাকা টিউশন ফী। কবে স্টার্ট হবে সেমিস্টার। |
এখানে আসার পর আপনি সব কিছুর বিষয়ে বিস্তারিত জানতে পারবেন। উপরের শটটি ভাল করে দেখুন কবে থেকে সেমিস্টার শুরু হবে প্লাস কোন ভাষায় পড়াশুনা হবে কি কি লাগবে সব , পাবেন ইউনিভার্সিটির নাম। অ্যাড্রেস , ইন্টারন্যাশনাল অফিস এর ইমেইল সহ সব দরকারি তথ্য পাবেন। তাও ও জানতে পাবেন কি uni-assist এর মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে না কি সরাসরি ইউনিভার্সিটি তে করতে পারবেন। সরাসরি হলে ইন্টারন্যাশনাল অফিসার কে ডাইরেক্ত ইমেইল করে দিন । কীভাবে করবে অফিসার কে ইমেইল তা আমাদের গ্রুপে ফাইল আকারে দেয়া আছে । Visit for More information Here.
আশা করি জার্মানি তে কীভাবে , কোথায়, কোন সাবজেক্ট এ পড়ব এই ব্যাপারে আর কার কোন প্রশ্ন থাকবে না । সব কিছুর আপডেট পেতে আমাদের সাথে থাকুন ফেইসবুক ফ্যান পেইজে।
বাংলাদেশী স্টুডেন্টস অ্যাসোসিয়েশান ইন ইউরোপ এ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ।
Ronyw2510@gmail.com এখানে মেইল করেন৷আপনারটা খুজলাম অনেক কিন্তু পেলাম না৷
ReplyDeleteRonyw2510@gmail.com এখানে মেইল করেন৷আপনারটা খুজলাম অনেক কিন্তু পেলাম না৷
ReplyDelete