Blogger WidgetsPrint Blogger Widgets

Sunday, October 26, 2014

How to Get Your Turkish Electronic Visa Online

How to Get Your Turkish Electronic Visa Online and Avoid the Queue

Picture of the Turkish Electronic Visa (or e-Visa) Procedure.


The Turkish Electronic Visa (or e-Visa) replaces the famous ‘sticker visa’ starting 2013. And you better get used to it, since the latter will be depreciated on April 10, 2014.
Is this a bad thing? No, not at all. The Turkish online visa procedure is quick, smooth and actually saves you time since you no longer have to stand in line to get your ‘sticker visa’. Let me explain what an e-Visa is, who can get one, and how the procedure works.
Edit: The Turkish Government has released a statement that for the 2014 tourist season, people will still be able to purchase their visa upon arrival, to make the transition to the e-visa system easier. If you arrive in Turkey without a visa, you will be able to obtain your e-Visa via interactive kiosks at Turkish airports.

What Is a Turkish Electronic Visa or e-Visa

Let’s make this clear right from the start: this is only for tourist or trade visas! For other purposes such as work or study, you must apply through Turkish Embassies or Consulates in your country.
Up until now, citizens of certain nationalities were able to travel to Turkey with just their valid passport or identity card, and buy their tourist visa at the border crossing. A sticker was either pasted in their passport or on a piece of paper, hence the name ‘sticker visa’. As of 2013, the government decided to reduce the waiting and queuing times at the different border crossings by introducing the Electronic Visa or e-Visa.
An e-Visa is nothing more or less than applying for (and receiving) your Turkish tourist visa online from the comforts of your home. You go through a series of steps wherein you provide them with the required information, use your credit card to pay for it (instead of cash money upon arrival), and finally print out your visa.

Who Can Get a Turkish Electronic Visa or e-Visa

How to get a Turkish Visa or e-Visa online - FailCurrently, citizens of just under 100 countries are eligible to get an Electronic Visa. Since countries are added and removed over time, please check to see whether citizens of your country are currently eligible for an e-Visa.
If the rules for your country do not include the words ‘e-Visa’, then you are either exempt from visa or you need to visit the nearest Turkish Embassy/Consulate General for visa application. If you do try to use the electronic visa application, you’ll get the screenshot on the right.

How Can I Get My Turkish Electronic Visa or e-Visa

First of all, let’s assume you either carry an ordinary passport or an identity card. If you’re not sure about your passport type, here you can read the difference between an official and an ordinary passport.
There are nine simple steps to complete. Please make sure to have the necessary documents and a valid credit card handy.
Step 1 – Open up your preferred browser and go to www.evisa.gov.tr. The website is available in many languages.
Step 2 – Click at the upper left on ‘Apply now’. Select the country and the passport or identity card (of the chosen country) you will be using. Also prove you’re human by typing the displayed letters and/or numbers. Then click on ‘Save and Continue’
How to get a Turkish Visa or e-Visa online - Step 2
Step 3 – Enter your arrival date. At this point, you will get quite a bit of important information: how long your visa will be valid, where you can enter the country once or multiple times during this period, how much it will cost you, and how you will pay for it (see arrows). Press ‘Save and Continue’ to proceed or simply close your browser if you don’t like what you see.
How to get a Turkish Visa or e-Visa online - Step 3
Step 4 – Enter your personal data. All fields are obligatory. I strongly urge you to use the date pickers to enter the respective dates. This way you’re sure you use the correct format (if not you need to redo it). Also, disregard white spaces or special characters (like – ) if they are used in your passport or identity card number. Press the button at the bottom to continue.
How to get a Turkish Visa or e-Visa online - Step 4
Step 5 – Once you see this screen, all data has been accepted and you are good to go. You have one last chance to review the information you provided. Take your time to check it all. A small mistake may cause big problems at the border! Click ‘Edit’ if you need to change something, ‘Verify’ to submit and continue.
How to get a Turkish Visa or e-Visa online - Step 5
Step 6 – At this point, your application as been submitted, and an email has been sent to you to verify whether you really applied. Check your email immediately. If you didn’t receive anything within a minute, check your spam folder because that’s where mine ended up. If that’s the case, make sure to tell your email service that mails sent from this sender are not spam, because you will get one more down the road.
How to get a Turkish Visa or e-Visa online - Step 6
Click on the approve button to verify your email address. If you can’t see the button, make sure you tell your email service to show all images for this email.
How to get a Turkish Visa or e-Visa online - Step 7
Step 7 – After clicking the verify email button, you’ll be taken to the payment page. Enter the necessary information, and proceed by clicking ‘Make Payment’.
How to get a Turkish Visa or e-Visa online - Step 8
Step 8 – Once your payment has been approved, you’ll get a notification that your e-Visa has been sent to you. This is not true. You just received an email with a button to download it. Don’t bother waiting for it, and download the visa (in pdf format) right from the current page. Make sure you know where you save it because you will need to print it out. In case you fail to download it, no worries, you can always download it again via the link provided to you by email.
How to get a Turkish Visa or e-Visa online - Step 9
If this is a business trip and you need an invoice, first download the actual visa, then press the invoice button.
Step 9 – The final step: open the saved/downloaded pdf document and print it. In my experience, it doesn’t matter whether it’s in color or just black and white. But make very sure you take it with you, and keep it on you together with your passport or identity card (whatever you chose while applying) during your stay. For more details follow this 2 links given below.
Good Luck.

Saturday, October 25, 2014

ইউরোপে আপনি কোন দেশে কত টাকা ইনকাম করতে পারবেন ? আপডেটেড ইনফরমেশন !! - How Much is The Minimum Monthly salary in Europe?


এর আগেও গত বছর  একবার এই ব্যাপারে পোস্ট করেছিলাম- ইউরোপে কোন দেশে কত ইনকাম ? এই শিরোনামে । এই বছর নতুন আপডেট  হয়েছে অনেক দেশের সেলারিতে বা বেতনে । আজকের আলোচ্য বিষয়  কোন দেশে আপনি মিনিমাম কত ইউরো ইনকাম করতে পারবেন ? এই লিস্টে সর্ব নিন্ম আপনি কত টাকা ইনকাম করতে পারবেন টা দ্খেনো বা বলা হয়েছে । মাক্সিমাম কত ইনকাম সেটা দেখানো হয়নি ।  সেলারি বা বেতন প্রতি মাসের, দৈনিক ৮ ঘণ্টার হিসাবে দেখানো হয়েছে। সেলারি লিস্টে ডলার, ইউরো, এবং তাদের নিজস্ব মুদ্রায় ও লিখা আছে । গত বছরের তালিকায় নরওয়ে, ডেনমার্ক, ফিনল্যান্ড, সুইটজারল্যান্ড, ইউকে এর ব্যাপারে স্পষ্ট করে কিছুই লিখা ছিল না কিন্তু এই বছরে অই সকল দেশের আপ ডেট ইনফরমেশন যুক্ত করা হয়েছে ।


 দয়াকরে প্রস্ন করা আগে একবার গোগল ম্যাপ দ্বারা দেশ গুলো চিনহিত করে নেবেন। ধন্যবাদ ।


Follow This table below-





    Statenet (est.)grossex.ratenet $net €date
    Albania[1][2]44 417 ALL52 600 ALL0.010436370Q3 2013
     Andorra[3]2230 €2478 €1.373055223012/12
     Austria[4][5]2114 €2854 €1.32279621142012
    Belgium[6][7]1946 €3191 €1.35262719462013
    Belarus[8]5398540 BYR6364471 BYR0.000105614[9]46308/2014
    Bosnia and Herzegovina[10][10]828 BAM1293 BAM0.6849456742208/13
     Bulgaria[11][12]649 BGN828 BGN0.709461333Q4/2013
     Croatia[13]5447 HRK7863 HRK0.1795971202/13
    Cyprus[14]1833 €2292 €1.37250018333Q2013
    Czech Republic[15][16]19 378 CZK25 128 CZK0.059807052013
    Denmark[17]23 245 DKK38 106 DKK0.185427531132012
    Estonia[18]841 €1023 €1.371379841Q2/14
     Finland[19][20]2 330 €3 315 €1.37319223303Q2014
    France[21]2 128 €2 829 €1.39295321282011
    Germany[22][23][24]2054 €3391 €1.35282420543Q2013
    Georgia[25]771 Sign of Georgian Lari (5).png890 Sign of Georgian Lari (5).png1.744363504Q2013
    Greece[26][27][28]818 €912 €1.3797681801/14
    Hungary[29]209 200 HUF251 841 HUF0.0041286266709/14
    Iceland[30]340000 ISK488000 ISK0.0084285720852014
     Ireland[31]2160 €2700 €1.37291621603Q2013
    Italy[32][33]1923 €2409 €1.372643192305/2014
    Kosovo[34]441€56044109/2014
     Latvia[35][36][37][38]557 €762 €1.377635572Q2014
     Liechtenstein[39]5882 CHF6257 CHF1.13617048662010
     Lithuania[40]1809 LTL2340 LTL0.407205244Q2013
    Luxembourg[41][42]3189 €4274 €1.32423031892010
     Macedonia[43][44]21 350 MKD31 245 MKD0.02243634907/14
    Malta[45]1092 €1311 €1.36148610922Q2013
    Moldova[46][47]3267 MDL3889 MDL0.0826318112/12
    Monaco443644361.37607744362012
     Montenegro[48]486 €738 €1.3666148612/13
    Netherlands[49][50]2136 €3073 €1.36290521363Q2012
     Norway[51]29 000 NOK43 070 NOK0.170490035272013
     Poland[52]2865.89 PLN4017.75 PLN0.3309456814/2013
     Portugal[53]985 €1018 €1.27125198508/14
     Romania[54]1760 RON2430 RON0.3153439512/13
    Russia[55][56]27 032 RUB31 071 RUB [56]0.02545688[57]542 [57]09/2014
    Kazakhstan[58]105 000 KZT84 000 KZT0.0064385484212013
    San Marino239023901.37327423902013
    Serbia[59]50 400 RSD70 071 RSD0.011658543612/13
    Slovakia'[60][61]683 €887 €1.399496834Q2013
    Slovenia[62]1000 €1534 €1.391310100012/12
    Spain[63][64]1615 €2019 €1,372220161505/2013
    Sweden 23 614 SEK30 600 SEK0.14333305257709/2014
     Switzerland[67][68][69]4 948 CHF6 034 CHF1.13560040472011
    Turkey[citation needed][70]1 671 TRY2 052 TRY0.597795742012
    Ukraine[71][72]2784 UAH3398 UAH0.08523717302/14
    United Kingdom[73]2063 £2688 £1.663460249604/2013

    For more updated information visit our facebook page Bangladeshi Students Association in Europe

    Thanks.

    Wednesday, October 22, 2014

    বেলজিয়াম সরকার প্রদত্ত বৃত্তি - VLIR-UOS Scholarship in Belgium

    VLIR-UOS মূলত বেলজিয়াম সরকার প্রদত্ত বৃত্তি । এই বৃত্তির জন্য আবেদন করতে পারবে এমন ১০ টি এশিয়ান দেশের মধ্যে বাংলাদেশ এর নাম অন্তর্ভুক্ত আছে। আবেদনকারীকে বাংলাদেশ এর স্থায়ী নাগরিক হতে হবে এবং আবেদন করার সময় বাংলাদেশ এ অবস্থান করতে হবে। আইইএলটিএস এ ওভারঅল ব্যান্ড ৬.০ বা টোফেলে ৫৫০ (পেপার) বা ৭৯ (আইবিটি) স্কোর থাকলে আবেদন করা যাবে। জিম্যাট বা জিআরই এর প্রয়োজন নেই বললেই চলে।



    VLIR-UOS তিন ধরনের বৃত্তি দিয়ে থাকেঃ

    প্রফেশনাল ট্রেনিং প্রোগ্রাম, সংিশ্লষ্ট ক্ষেত্রে চাকরি অভিজ্ঞতা অতীব প্রয়োজন।এক বা দুই বৎসর মেয়াদি মাস্টাস প্রোগ্রাম । মাস্টাস প্রোগ্রামে চাকরি অভিজ্ঞতা প্রয়োজন নেই, তবে চাকরি অভিজ্ঞতা থাকলে বৃত্তি পেতে অগ্রাধিকার পাওয়া যায়। এক বৎসর মেয়াদি মাস্টাস প্রোগ্রাম গুলো মাল্টিডিসিপ্লিনারী কোর্স। যে কেউ আবেদন করতে পারবেন, যদি মটিভেশন লেটার বা স্টেটমেন্ট অফ পারপার্স এর মাধমে প্রমান করতে পারেন আপনি এই বিষয় নিয়ে কাজ করছেন বা করতে আগ্রহী। প্রফেশনাল ট্রেনিং প্রোগ্রাম এর জন্য সবোচ্চ বয়স ৪৫ বৎসর এবং মাস্টাস প্রোগ্রাম এর জন্য সবোচ্চ ৪০ বৎসর বয়সীরা আবেদন করতে পারবেন।



    যা যা দরকারঃ

    ১) দুই/তিনটা রেফেরেন্স বা রেকমেন্ডেশন লেটার 

    ২) মটিভেশন লেটার বা স্টেটমেন্ট অফ পারপার্স 

    ৩) আইএলটিএস বা টফেল স্কোর

    ৪) অনাস বা/ও মাস্টাস এর ট্রান্সক্রিপ্ট 

    ৫) অনাস বা/ও মাস্টাস এবং এসএসসি ও এইচএসসি এর সার্টিফিকেট

    ৬) প্রফেশনাল ট্রেনিং প্রোগ্রামের জন্য চাকুরী স্থান হতে একটি চিঠি। যা তে লেখা থাকবে এই ট্রেনিং নিলে আপনার চাকুরীদাতার কি কি উপকার হবে। 



    যে বিষয়গুলো জেনে রাখা দরকারঃ 



    মটিভেশন লেটার বা স্টেটমেন্ট অফ পারপার্স খুবই গুরুত্বপূর্ণ। VLIR-UOS আপনার মটিভেশন লেটার বা স্টেটমেন্ট অফ পারপার্স এ ঠিক কি কি দেখতে চায় তার একটা ধারণা শুরুতেই দিয়ে দিবে। শতকরা ১০০ ভাগ চেষ্টা করুন ঐ বিষয় গুলো কাভার করতে। ওয়েব এ অনেক স্যাম্পল মটিভেশন লেটার বা স্টেটমেন্ট অফ পারপার্স পাওয়া যায়। ঐ গুলো দেখুন। কিন্তু কোন ভাবেই কপি করবেন না। কারণ VLIR-UOS মটিভেশন লেটার বা স্টেটমেন্ট অফ পারপার্স আপনার প্রাথমিক আবেদনে অনলাইন এ পূরণ করতে হবে। plagiarism software দিয়ে তারা আপনার মটিভেশন লেটার বা স্টেটমেন্ট অফ পারপার্সটি স্ক্যান করে দেখে আপনি ওয়েব থেকে কপি করেছেন কিনা। করলে বাকি ডকুমেন্ট গুলো দেখে তারা তাদের সময় নষ্ট করতে চায় না। সরাসরি ময়লার ঝুড়িতে। যিনি নিজে থেকে তার উচ্চশিক্ষার উদেশ্য লিখতে পারেন না তাকে বৃত্তি দিয়ে তারা নিজেদেরকে বিপদে রাখতে চায় না। 



    মটিভেশন লেটার বা স্টেটমেন্ট অফ পারপার্স লিখতে ছোট ও সহজ বাক্য ব্যবহার করুন। দয়া করে এমন শব্দ ব্যবহার করবেন না যা কম ব্যবহার হয়। জিআরই বই থেকে শব্দ নিয়ে নিজের পািন্ডত্য জাহির করতে যাবেন না। যেমন বাংলায় আপনাকে যদি কেউ নম্বরপত্র এর বদলে অভীক্ষাপত্র, বুদ্ধি-পরীক্ষা এর বদলে ধীনির্ণায়ক পরীক্ষা, স্বামীসুলভ এর পরিবতে পতিজনোচিত, কিছুক্ষন আগে না বলে সাম্প্রতিক অতীত বলে, তাহলে আপনার কি বুজতে একটু সময় লাগবে? আমার মনে হয় সবারই লাগবে। ঠিক যে প্রফেসররা আপানার মটিভেশন লেটার বা স্টেটমেন্ট অফ পারপার্স, রেফেরেন্স বা রেকমেন্ডেশন লেটার গুলা পড়বেন তাদেরও একটু সময় লাগবে বইকি। সে সাথে যদি কোন অর্থ বের করতে ডিকশনারী এর সহয়াতা প্রয়োজন হয় তাহলে! তাদের সে সময় কিন্তু নেই। উপরন্ত আপানার আইএলটিএস বা টফেল স্কোর যদি খুব সাধারণ হয়, তবে ধরে নিবে এটি আপনার লিখা নয়। ফলাফল অনুমান করতে পারছেন?



    রেফেরেন্স বা রেকমেন্ডেশন লেটারঃ যারা চাকরি করেন তারা অবশ্য চেষ্টা করবেন চাকুরীর জায়গা থেকে কমপক্ষে একটা জোগাড় করার জন্য। যদি কোন প্রোফেসনাল অ্যাসোসিয়েশান এর সদস্য হন, তাহলে সভাপতি বা মহাসচিব এর কাছ থেকে একটি। অপরটি একজন প্রফেসর এর কাছ থেকে যার ইউরোপ বা আমেরিকা বা জাপান বা অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ড থেকে ডিগ্রি আছে। দয়া করে ইন্ডিয়ান ডিগ্রিধারীদের রেফেরেন্স লেটার নিয়ে নিজের পরিশ্রম এর বারটা বাজাবেন না। আমার জানা মতে ইন্ডিয়ানরাও একই ফর্মুলা অনুসরণ করে। রেফেরেন্স লেটার যিনি দিবেন তার পূর্ণ ঠিকানা, নাম, পদবি, ডিগ্রি (শুধু পিএইচডি উল্লেখ করবেন, পাশে ব্রাকেটে দেশের নাম দিবেন), ইমেইল, টেলিফোন ইত্যাদি থাকতে হবে। 



    VLIR-UOS রেফেরেন্স বা রেকমেন্ডেশন লেটার এর জন্য বেশির ভাগ ক্ষেত্রে নির্দিষ্ট ফর্ম দিয়ে দেয়। যদি না দেয় সে ক্ষেত্রে রেফেরেন্স বা রেকমেন্ডেশন লেটার প্রদানকারির অফিসিয়াল প্যাড ও অফিসের খাম (যদি থাকে)ব্যবহার করুন। যার কাছ থেকে রেফেরেন্স বা রেকমেন্ডেশন লেটার নিচ্ছেন তাকে অবশ্যই জিজ্ঞাস করবেন একই বিষয়ে ঐ বৎসর তিনি অন্য কাউকে রেফেরেন্স বা রেকমেন্ডেশন লেটার দিয়েছেন কিনা। দিয়ে থাকলে তাকে সালাম দিয়ে অন্য কাউকে টার্গেট করুন।



    রেফেরেন্স বা রেকমেন্ডেশন লেটার এর জন্য ব্যস্ত মানুষ এর পিছনে না ঘুরে যা করার নিজেই করে নেন, তারপর তাকে ভালো করে দেখিয়ে সাইন করে অবশ্যই সিল, স্বাক্ষর ও খাম এর মুখ বন্ধ অবস্থায় সংগ্রহ করুন। ভুক্তভোগী হিসেবে জানি রেফেরেন্স বা রেকমেন্ডেশন লেটার এর মত অতি জরুরী বিষয় অনেকেই হয় বোঝেনা, না হলে দিতে চান না। আর চাকুরীর জায়গা থেকে পাওয়া অনেক সময় কঠিন। আমি ব্যক্তিগত ভাবে একবার চাকুরীর জায়গা থেকে পাইনি। বরং এই সব করে লাভ নাই, সময় নষ্ট, বৃত্তি পাওয়া ছেলের হাতের মোয়া না এসব শুনেছি। পরে আমি আবিস্কার করেছিলাম, আমার কাছ থেকে সব কাগজ পত্র নিয়ে সব সিস্টেম জেনে আমার বস নিজেই আবেদন করেছিলেন। তবে ওনার কথা গুলো আমার ক্ষেত্রে না ওনার ক্ষেত্রেই সত্যি হয়েছিল।



    একটু সতর্ক হন। আপনার তৈরি রেফেরেন্স বা রেকমেন্ডেশন লেটার এর কোন প্রকার কপি আপনাকে যিনি রেফেরেন্স বা রেকমেন্ডেশন লেটার দিচ্ছেন তাকেও রাখতে দিবেন না। হতে পারে তিনি আপনার অন্য কোন বন্ধু বা বান্ধবিকে নিজের লেখা বলে তা বিগলিত চিত্তে সরবরাহ করে দিয়েছেন। ক্ষতি? পুরাটাই ক্ষতি। দুজন বাক্তি এর রেফেরেন্স বা রেকমেন্ডেশন লেটার এ উল্লেখিত যোগ্যতা, ভাষা, প্রদানকারী বাক্তি যখন অভিন্ন হবে, তখন বৃত্তিটা কেউ পাবেন না। বরং ভবিষতে আপনার আবেদন তারা সরাসরি ময়লার ঝুড়িতে ফেলবে, কিন্তু আপনাকে আবেদন করতে নিরুসাহিত করবে না। মটিভেশন লেটার বা স্টেটমেন্ট অফ পারপার্স ক্ষেত্রেও বিষয়টা খেয়াল রাখবেন। 



    ডিগ্রি সার্টিফিকেটঃ অনাস বা/ও মাস্টাস সার্টিফিকেট এর ইংরেজী কপি তৈরী রাখুন। আপনার বিশ্ববিদ্যালয় যদি নিজেরা সার্টিফিকেট সত্যায়িত করে তবে ভাল। ঢাবি করে। না করলে নোটারি পাবলিক দিয়ে করাবেন (প্রতিটি ২০/-)। দয়া করে কোন ভাবেই সরকারি কর্মকর্তা বা বিশ্ববিদ্যালয় এর শিক্ষক বা তথাকিত নীলক্ষেত মেড নিজের কাছে থাকা সিল দিয়ে সত্যায়িত করতে যাবেন না। 



    ট্রান্সক্রিপ্টঃ অনাস বা/ও মাস্টাস এর ট্রান্সক্রিপ্ট তৈরী রাখুন। ট্রান্সক্রিপ্ট আপনি নিজে হাতে নিবেন আপনার বিশ্ববিদ্যালয় থেকে অবশ্যই সিল, স্বাক্ষর ও খাম এর মুখ বন্ধ অবস্থায়। আপনার অন্যান্য ডকুমেন্ট এর সাথে এক সাথে খাম এ করে পাঠাবেন। স্কুল ও কলেজের ট্রান্সক্রিপ্ট বা নম্বরপত্র পাঠানোর কোন দরকার নাই তবে স্কুল ও কলেজের সত্যায়িত সার্টিফিকেট পাঠাতে হবে। 



    আইএলটিএস বা টফেলঃ এর সার্টিফিকেট নোটারি করবেন বা সরাসরি কতৄপক্ষ কে পাঠানোর জন্য অনুরোধ করবেন। তবে আপনার সংিশ্লষ্ট কতৄপক্ষ কিভাবে আইএলটিএস বা টফেল এর সার্টিফিকেট চাচ্ছে তা আবেদন এর নির্দেশনাতে লেখা থাকবে। 



    বৃত্তির পরিমাণঃ

    হেল্‌থ ইনস্যুরেন্স (অ্যাক্সিডেন্টাল যাতায়াতের সব খরচ ইনস্যুরেন্স থেকেই আসবে), টিউশন ফি, ঢাকা থেকে বেলজিয়াম থেকে ঢাকা যাতায়াতের সব খরচ বেলজিয়াম সরকার বহন করবে। ট্রেনিং প্রোগ্রাম ও মাস্টাস প্রোগ্রাম এর বৃত্তি এর টাকার পরিমাণ ভিন্ন। তবে কমবেশি ১২০০ ইউরো পাবেন প্রতি মাসে। এ থেকে স্টুডেন্ট ডরমিটরি এর ভাড়া আপনাকে পরিশোধ করতে হবে (২৪০ – ৩২০ ইউরো)। মাস্টাস প্রোগ্রাম এর ক্ষেত্রে বিবাহিত হলে প্রতিমাসে এর জন্য অতিরিক্ত ভাতা পাবেন। এছাড়া প্রাথমিকভাবে প্রায় ৮০০-১২০০ ইউরো পাবেন বই কেনা ও অ্যাডজাস্ট করার জন্য।



    কিছু পরামর্শঃ



    প্রতি বছর সেপ্টেম্বরে আবেদন প্রক্রিয়া শুরু হয়, চলে ১ ফেব্রুয়ারী পর্যন্ত। তবে শেষ তারিখ পর্যন্ত অপেক্ষা না করে আগেই আবেদন করাই ভালো। প্রতি বৎসর ১ ফেব্রুয়ারী এর মধ্যে আবেদন সহ সকল প্রকার ডকুমেন্ট সংিশ্লষ্ট কতৃপক্ষ এর কাছে পৌছাতে হবে। দুই জন স্টুডেন্ট এর যোগ্যতা একই হলে মেয়েরা অগ্রাধিকার পাবেন। দুইজন ছেলে বা দুইজন মেয়ে এর যোগ্যতা একই হলে হলে, যিনি আগে আবেদন করেছেন তিনি অগ্রাধিকার পাবেন।



    আবেদন ফর্ম এ একটি ঘর আছে যেখানে আপনি এই কোর্সে থাকাকালিন কত টাকা নিজে থেকে বা অন্য কোন সোর্স থেকে জোগাড় করতে পারবেন তার তথ্য দিতে বলা হয়। দয়া করে ফাদে পা দিবেন না। নিদিষ্ট ঘরে NIL লিখুন । আপনি যদি অন্য সোর্স থেকে টাকা জোগাড় করতে পারেন তাহলে আপনাকে কোন দুঃখে বৃত্তি দিতে যাবে?



    কো-অর্ডিনেটিং ইউনিভার্সিটির কোন প্রফেসরের সাথে আগে থেকেই ই-মেইলে যোগাযোগ করে রাখতে পারেন। তবে কোনভাবেই VLIR-UOS সম্পরকে কিছু উল্লেখ করবেন না। আপনার উপথাপনা ও বিষয় সম্পর্কিত কোন প্রকাশনা তার পছন্দ হলে তিনিই আপনাকে VLIR-UOS এ আবেদন করতে পরামর্শ দিবেন। আখেরে আপনার লাভ হবে যদি যোগাযোগ চালিয়ে যান।



    আগে কোন বিদেশী বা দেশি বৃত্তি পেলে তা কোন আবেদনপত্র বা সিভি এর কোন জায়গায় উল্লেখ করবেন না। কারণ যারা আগে কোন বৃত্তি পাননি তাদেরকে অগ্রাধিকার দেয়া হয়।



    এর আগে ইউরোপ বৃত্তি নিয়ে পড়াশুনা  বিষয় একটা পোস্ট দিয়েছিলাম। ইরাসমাস বৃত্তির বিষয় কিছু তথ্য আছে সেখানে। এবার এর পোস্ট কিছু বিষয় বিস্তারিত লিখলাম। কিছু বিষয় আগের পোস্ট এর জন্যও প্রযোজ্য। 



    VLIR-UOS ও ইরাসমাস এর সিলেকশন প্রক্রিয়াতে আমাদের দেশের আমলাতন্ত্র এর হাত নেই। তাই অনায়েসে যে কেউ এতে আবেদন করে বৃত্তি পেয়ে যেতে পারেন। 

    সাম্প্রতিক পোষ্টসমূহ - Recent Posts

     

    Visitors


    ShareThis

    আমাকে ফলো করুন >>

    Total Visitors


     
    ^ Back ToTop