Blogger WidgetsPrint Blogger Widgets

Friday, April 12, 2013

এমবিএ শিক্ষাবৃত্তি – সুইজারল্যান্ড: সুইজারল্যান্ডের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ম্যানেজমেন্টে ডেভেলপমেন্ট (আইএমডি)


সুইজারল্যান্ডে উচ্চ শিক্ষাবৃত্তি 


সুইজারল্যান্ডের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ম্যানেজমেন্টে ডেভেলপমেন্ট (আইএমডি) ২০১৪ সালের জানুয়ারিতে শুরু হওয়া সেমিস্টারে এমবিএ কোর্স করতে আগ্রহীদের জন্য এই বৃত্তির ঘোষণা দিয়েছে। এই বৃত্তির আওতায় বিনামূল্যে থাকা-খাওয়ার পাশাপাশি পড়ালেখার জন্য একজন শিক্ষার্থী বছরে ৪৫ হাজার সুইস ফ্রাঁ পাবেন। নিজ নিজ দেশে বিভিন্ন উন্নয়নমূলক কাজে জড়িত ব্যক্তিরা কিংবা এনজিও বা সামাজিক উদ্যোক্তা প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিরা এই বৃত্তি পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। প্রার্থীর ন্যূনতম চার বছরে কাজের অভিজ্ঞতার পাশাপাশি ইংরেজিতে ভালো জ্ঞানা থাকাটাও আবশ্যক। প্রার্থীর নিজস্ব দক্ষতা ও দুর্বলতা প্রসঙ্গে ৫০০ শব্দের একটি রচনা লিখতে হবে। যার প্রতিপাদ্য বিষয় হবে প্রার্থী কেন এই বৃত্তিটি চায়, এই বৃত্তির অধীনে শিক্ষালাভের পর সে সমাজের উপকারে কী করতে পারবে এসব বিষয় বিস্তারিত জানাতে হবে। শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি অন্যান্য যোগ্যতাও জানাতে হবে। দুটি রেফারেন্স লেটার সহ ১৫ জুলাই ২০১৩ এর মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।
IMD CAMPUS



IMD  CAMPUS
বৃত্তির ব্যাপারে আরও জানতে ঘুরে আসুন সুইজারল্যান্ডের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ম্যানেজমেন্টে ডেভেলপমেন্ট (আইএমডি) এর ওয়েবসাইটে ।

No comments:

Post a Comment

সাম্প্রতিক পোষ্টসমূহ - Recent Posts

 

Visitors


ShareThis

আমাকে ফলো করুন >>

Total Visitors


 
^ Back ToTop