ইতালির বিভিন্ন ধরনের রেসিডেন্ট পার্মিট
ইতালিতে প্রত্যেক বছর বিপুল সংখ্যক বাংলাদেশীর আগমন হয়। ইতালিতে আসার ভিসার মেয়াদ সাধারণত ৬ থেকে ১ বছর হয়ে থাকে । তাই ইতালিতে আসার পর পর ই তাকে রেসিডেন্ট পার্মিট এর আবেদন করতে হয় ইতালি ইম্মিগ্রেশনে। অনেকেই জানেন না ইতালিতে কত প্রকারের রেসিডেন্ট পার্মিট ইস্যু করা হয় । না জানার কারনে অনেকেই ধিধা দন্দে ভুগেন কিসের পার্মিট বা কোন ধরনের পার্মিট এর জন্য আবেদন করবেন। তাহলে জেনে নিন কোন ধনের রেসিডেন্ট পার্মিট আপনি আবেদন করতে পারবেন।
রেসিডেন্ট পার্মিট এর প্রকারভেদ -- Types of Resident Permit in Italy
আশা করি ইতালি তে আসতে ইচ্ছুক ভাই - বোনেরা কাজে আসবে । ধন্যবাদ ।
No comments:
Post a Comment