Blogger WidgetsPrint Blogger Widgets

Thursday, April 25, 2013

DENMARK GREENCARD REQUIREMENTS - ডেনমার্কের গ্রীন কার্ড আবেদনের জন্য কি কি যোগ্যতা থাকা দরকার ??


     DENMARK GREENCARD REQUIREMENTS
পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ উন্নত জীবনের আশায় পাড়ি জমিয়েছে উন্নত দেশগুলোতে। উত্তর ইউরোপের অন্যতম উন্নত দেশ ডেনমার্ক। সম্প্রতি এক জরিপে পৃথিবীর সবচেয়ে সুখী দেশ হিসেবে ডেনমার্ক নির্বাচিত হয়েছে। প্রাকৃতিক নৈস্বর্গিক সৌন্দর্য্যের পাশাপাশি উন্নত নাগরিক জীবনের জন্য ডেনমার্ক সবার কাছে পরিচিত। ডেনমার্কের অর্থনীতির চাকা সচল রাখতে প্রচুর পরিমাণে দক্ষ জনশক্তি প্রয়োজন। উন্নত শিক্ষা ব্যবস্থা, সৌহার্দ্য পূর্ণ সামাজিক পরিবেশের জন্য পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষ ডেনমার্কে অভিবাসী হতে আগ্রহী। বাংলাদেশ থেকেও অনেকে ডেনমার্কে অভিবাসী হওয়ার জন্য আগ্রহী। ডেনমার্কের গ্রীণকার্ড পাওয়ার জন্য প্রয়োজনীয় বিষয়াদি আপনার জন্য নিম্নে তুলে ধরা হলো।
                                              পয়েন্ট তালিকা
ডেনমার্কের গ্রীণকার্ড পাওয়ার জন্য একজন আবেদনকারীকে কমপক্ষে ১০০ পয়েন্ট অর্জন করতে হবে। শিক্ষা, ভাষা যোগ্যতা, কাজের অভিজ্ঞতা, বয়স ও অন্যান্য বিষয়ের উপর বিভিন্ন পয়েন্ট বরাদ্দ আছে। নিচে পয়েন্ট তালিকাটি দেওয়া হলো।
স্কিলস/যোগ্যতা
পয়েন্ট
শিক্ষা
-
ব্যাচেলর ডিগ্রী
৩০
ব্যাচেলর ডিগ্রী+১ বছরের মাস্টার্স
৫০
মাস্টার্স
৬০
পিএইচডি
৮০
ভাষা – ইংরেজী ভাষার ক্ষেত্রে
-
আইইএলটিএস পয়েন্ট ৩.০০
আইইএলটিএস পয়েন্ট ৩.৫০ থেকে ৪.৫০
১০
আইইএলটিএস পয়েন্ট ৫.০০ থেকে ৬.০০
১৫
আইইএলটিএস পয়েন্ট ৬.৫ হলে
২০
অভিজ্ঞতা
-
১ থেকে ২ বছরের চাকুরীর অভিজ্ঞতা
১০
৩ থেকে ৫ বছরের চাকুরীর অভিজ্ঞতা
১৫
বয়স
-
৩৫ বছর থেকে ৪০ বছর বয়সের ক্ষেত্রে
১০
৩৪ বছর বা তার নীচের বয়সের ক্ষেত্রে
১৫
অন্যান্য
-
১ বছরের শিক্ষা গ্রহণ EU/EEA *- তে
৩ বছরের শিক্ষা গ্রহণ EU/EEA *– তে
১০
অথবা, ১ বছরের বৈধ বয়স EU/EEA*  -তে (ধারাবাহিকভাবে ১২ মাস)
২ বছরের বৈধ বসবাস ও কাজের অভিজ্ঞতা EU/EEA* – তে (ধারবাহিকভাবে ২ বছর)
১০
নোট: EU – বলতে ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলোকে বুঝানো হয়েছে। যেমন – অস্ট্রিয়া, বেলজিয়াম, বুলগেরিয়া, সাইপ্রাস, গ্রীস, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, হাঙ্গেরী, আয়ারল্যান্ড, ইতালি, লাটভিয়া, লিথুনিয়া, লুক্সেমবার্গ, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, স্পেন, সুইডেন, ইংল্যান্ড, রোমানিয়া, পর্তুগাল, পোল্যান্ড, নেদারল্যান্ডস, মালটা, এস্টোনিয়া।
EEA – বলতে ইউরোপিয়ান ইকোনোমিক এরিয়ার অন্তর্ভুক্ত দেশগুলোকে বুঝানো হয়েছ। যেমন – অস্ট্রিয়া, বেলজিয়াম, বুলগেরিয়া, সাইপ্রাস, গ্রীস, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, হাঙ্গেরী, আয়ারল্যান্ড, ইতালি, লাটভিয়া, লিথুনিয়া, লুক্সেমবার্গ, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, স্পেন, সুইডেন, ইংল্যান্ড, রোমানিয়া, পর্তুগাল, পোল্যান্ড, নেদারল্যান্ডস, মালটা,এস্টোনিয়া,নরওয়ে,আইসল্যান্ড            
                          
 অনুমোদিত ও অগ্রাধিকারপ্রাপ্ত পেশাসমূহ
ডেনমার্কের গ্রীণকার্ডের জন্য নিম্নোক্ত পেশার লোকজন অগ্রাধিকার পেয়ে থাকে।
১.
একাউন্টেন্ট
  • ১১.
মেকানিক্যাল ইঞ্জিনিয়ার
২.
এসোসিয়েট প্রফেসর
  • ১২.
গানের শিক্ষক
৩.
বিল্ডিং ইঞ্জিনিয়ার
  • ১৩.
ডাটাবেজ ডেভেলপার
৪.
কেমিস্ট
  • ১৪.
আইটি কনসালটেন্ট
৫.
কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার
  • ১৫.
নেটওয়ার্ক কনসালটেন্ট
৬.
চিকিৎসক
  • ১৬.
সফটওয়্যার ডেভেলপার
৭.
দন্ত চিকিৎসক
  • ১৭.
সিষ্টেম ডেভেলপার
৮.
ইলেক্ট্রিক ইঞ্জিনিয়ার
  • ১৮.
প্রোডাকশন ম্যানেজার
৯.
ফিন্যান্সিয়াল কন্ট্রোলার
  • ১৯.
সেলস ম্যানেজার
১০.
আইনজীবী
  • ২০.
সমাজকর্মী
ফাইনানসিয়াল ব্যাপার / ব্যাংক সলভেন্সি #
আপনাকে প্রথম এক বছরের থাকা খাওয়ার খরচ দেখে হবে এবং নিজে । প্রত্যেক মাসে আপনাকে ৫৩৬৭ ডেনিশ ক্রনা দেখাতে সিঙ্গেল হলে । সাথে আপনার বিবি থাকলে বিবির জন্য আরও ৫৩৬৭ ক্রনা দেখাতে হবে । ছেলে-মেয়ে থাকলে  তাদের জন্য প্রত্যেক মাসে ১৩৪২ ক্রনা দেখাতে হবে । সম্পূর্ণ হিসাব তা নিজে দেখে নিতে পারেন ডেনিশ ইমিগ্রেশন / গ্রীন কার্ড  এখান থেকে ।  নার্স সহ আরো অনেক পেশাজীবীকে গ্রীণকার্ড পাওয়ার জন্য অগ্রাধিকার দেওয়া হয়। বিস্তারিত জানার জন্য ডেনিশ ইমিগ্রেশন পোর্টাল – এ ব্রাউজ করুন .
                                            আবেদন প্রক্রিয়া
যদি কেউ ডেনমার্কের গ্রীণকার্ডের জন্য যোগ্য মনে করে তবে তাকে নির্দিষ্ট আবেদন পত্রে আবেদন করতে হবে। এজন্য ঢাকাস্থ ডেনমার্ক দূতাবাসে যোগাযোগ করতে হবে। সম্পূর্ণ প্রক্রিয়া শেষ করে ভিসা/গ্রীণকার্ড পেতে আবেদন করার পর থেকে ৪ থেকে ৫ মাস পর্যন্ত সময় লাগে। আবেদন রিফিউজ হলে আপিল করার সুযোগ আছে। ডেনমার্কের ভিসা/গ্রীণকার্ড পাওয়ার জন্য কোথাও কোন ধরনের ইন্টারভিউ দেওয়ার প্রয়োজন হয় না। তবে বিশেষ ক্ষেত্রে আপনাকে ইন্টারভিউ এর জন্য ডাকতে পারে ।
  • ঢাকাস্থ ডেনমার্ক দূতাবাসের ঠিকানা
  • রয়েল ড্যানিশ এ্যাম্বাসী
  • হাউজ # ১, রোড # ৫১, গুলশান মডেল টাউন, ঢাকা – ১২১২।
  • ফোন: ০০ ৮৮০ (২) ৮৮২ ১৭৯৯
  • ফ্যাক্স: ০০ ৮৮০ (২) ৮৮২ ৩৬৫৮
  • ই-মেইল: dandhaka@citecheo.net
  • ওয়েব: www.ambdhaka.um.dk
  • খোলা ও বন্ধের সময়
  • রবিবার থেকে বৃহস্পতিবার। সকাল ৮.০০ টা থেকে বিকাল ৪.০০ টা পর্যন্ত।
  • প্রয়োজনীয় কাগজপত্র
  • ভিসা আবেদনের জন্য সাধারণত যেসব কাগজপত্র জমা দিতে হয়।
  • ১০ কপি রঙিন ছবি।
  • সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র।
  • কাজের অভিজ্ঞতার দলিলাদি।
  • বিভিন্ন প্রশিক্ষণের সনদ।
  • পাসপোর্টের ফটোকপি।
  • ইংরেজী ভাষার উপর কোন কোর্স করা থাকলে তার সার্টিফিকেট (ন্যূনতম ১ বছরের কোর্স)।
  • বিবিএ, এমবিএ অথবা ইংরেজী ভার্সন বা মাধ্যমের শিক্ষার্থীদের জন্য ইংরেজী কোর্সের প্রয়োজন নেই।
  • এছাড়া এমন কর্মক্ষেত্র যেখানে ইংরেজী ভাষায় কথা বলার সুযোগ ছিল সেসব কর্মক্ষেত্রে কাজের অভিজ্ঞতার সনদপত্র।
  • আইইএলটিএস করাদের পয়েন্ট ৬.৫ হলে ইংরেজী কোর্সের সার্টিফিকেট বা ইংরেজী ভাষায় কথা বলা কর্মক্ষেত্রের সনদপত্রের প্রয়োজন নেই।
  • সেক্ষেত্রে আইইএলটিএস এর স্কোর ৬.৫ এর সনদপত্র/প্রমাণপত্র সংযুক্ত করতে হবে।
যারা ডেনমার্কের গ্রীনকার্ড এর ব্যাপারে এত বেশী ইনফরমেশন জানেন না তাদের কে বলছি  আপনি A to Z যদি জানার ইচ্ছে থাকে তাহলে ডেনিশ ইমিগ্রেশন ওয়েবসাইট টি ভাল করে পড়ে নিবেন । ঠিকানা আমি দিয়ে দিচ্ছি । ডেনিশ ইমিগ্রেশন পোর্টাল এখান থেকে বিস্তারিত পড়ে নিবেন । আর যদি কোন ধরনের তথ্য জানার দরকার থাকে তাহলে যোগাযোগ করতে পারেন বাংলাদেশী স্টুডেন্টস অ্যাসোসিয়েশান ইন ইউরোপ এর সাথে ।  আর বাংলাদেশে যদি কোন কনসালটেন্সী ফার্ম যোগাযোগ করতে চান তাহলে তথ্য জানতে যেতে পারেন জবস A1 সেন্টারে । তবে সাথে সেই কথা ও বলে রাখছি তারা বিশাল অঙ্কের টাকা দাবি করবে আপনার ফাইল প্রসেস করার জন্য । টাকার পরিমান ৫০০০০  থেকে ১৫০০০০ হতে পারে । তাই চেষ্টা করুন নিজে নিজে সব কাজ করার জন্য । তারপর আমরা বাংলাদেশী স্টুডেন্টস অ্যাসোসিয়েশান তো আপনাদের পাশে আছেই । যখনই কোন প্রকার প্রয়োজনীয়তার কথা মনে পড়বে আমাদেরকে নক করবেন ওয়েবে কিংবা ফেইসবুকের মাধ্যমে ।  আশা করি আপনাদের পাশে সর্বাত্মক সাহায্যের হাত বাড়িয়ে দিব ।
                                    কনসালটেন্সি ফার্ম
যদিও ভিসা আবেদন নিজে নিজে করা যায় তবে কোন দক্ষ লোক দ্বারা সম্পূর্ণ প্রক্রিয়া পরিচালনা করলে ভিসা প্রাপ্তি অনেকটা সহজ হয়। JobsA1 তেমন একটি প্রতিষ্ঠান যারা ডেনমার্কে গ্রীণকার্ড পাওয়ার জন্য সহযোগীতা করে থাকে। তাদের ঠিকানা –
বসুন্ধরা সিটি শপিং মল, লেভেল – ৫, ব্লক – এ, অফিস – ১১, ১২ পান্থপথ, ঢাকা।
ফোন: ৮১৪২২৮০, ৮১৪৪৪৬০ মোবাইল: ০১৭২৬-৬৯২০০১
  • বসুন্ধরা অফিস
  • ০১৯৭৭-১২২১২৬
  • উত্তরা অফিস
  • ০১৯৭৭-১২২১২৭
  • চট্টগ্রাম অফিস
  • ০১৯৭৭-১২২১২৮
  • সিলেট অফিস
  • ০১৯৭৭-১২২১২৯
  • নারায়নগঞ্জ অফিস
  • ০১৯৭৭-১২২১২৫
  • ই-মেইল
  • Jobsa1@gmail.com
  • info@jobsa1.com
  •      বসুন্ধরা শপিং মলের লেভেল ৫ এর দক্ষিণ-পশ্চিম কোনের এ ব্লকে অবস্থিত।
                                             কনসালটেন্সী ফার্মের সার্ভিস চার্জ
    একজন ব্যক্তির জন্য সার্ভিস চার্জ হিসেবে শুরুতেই ২৫,০০০ টাকা প্রদান করতে হবে এবং ডেনমার্ক এম্বাসি ফি জমাদানের পরে আরো ৮৫,০০০ টাকা প্রদান করতে হবে। এভাবে মোট ৯০,০০০ টাকা সার্ভিস চার্জ দিতে হবে ।কাপলদের জন্য সার্ভিস চার্জ হিসেবে শুরুতেই ৫০,০০০ টাকা প্রদান করতে হবে এবং  ডেনমার্ক এম্বাসি ফি জমাদানের পরে ১,০০,০০০ টাকা প্রদান করতে হবে। এভাবে মোট ১,৫০,০০০ টাকা সার্ভিস চার্জ দিতে হবে।
                                                         সার্ভিস সমূহ
    #ভিসা পাওয়ার ক্ষেত্রে এই কনসালটেন্সী ফার্ম যেসব সহযোগিতা করে –
    #কিভাবে আবেদনপত্র পূরণ করতে হবে, নির্ভূলভাবে আবেদনপত্র পূরণে সহযোগিতা।
    #কি কি কাগজপত্র লাগবে তা প্রার্থীকে জানানো এবং যেসব যথাযথভাবে সংগ্রহ ও সংযুক্ত হয়েছে কিনা তা পর্যবেক্ষণ করা।
    #ভিসা প্রক্রিয়ার জন্য কোথায় যেতে হবে এবং কোথায় কিভাবে নিজেকে উপস্থাপন যেমন এম্বাসিতে কিভাবে নিজেকে উপস্থাপন করতে হবে এ ব্যাপারে প্রস্তুত করা।
    #এখানে প্রার্থীকে ভিসা পাওয়ার ব্যাপারে সহযোগিতার ক্ষেত্রে সকল প্রকার লেনদেন এবং যাবতীয় প্রক্রিয়ার জন্য প্রার্থীর সাথে এই ফার্মের চুক্তি সম্পাদন করা হয়। যেখানে প্রার্থী এবং এই ফার্মের স্বার্থ সংক্রান্ত ব্যাপারগুলো উল্লেখ থাকে ।
                                           খোলা-বন্ধের সময়সূচী
    সপ্তাহের সাতদিনই সকাল ৯.৩০ টা থেকে রাত ৮.০০ টা পর্যন্ত খোলা থাকে।
                                     আমার কিছু কথা ##
    ইউরোপের মধ্যে তথা সমগ্র পৃথিবীর মধ্যে ডেনমার্ক হল একটি শান্তি প্রিয় দেশ । এখানের জীবনযাত্রার মান অনেক অনেক বেশী ভাল দেন আমেরকা । টাকা পয়সা উপার্জনের পর্যাপ্ত  সুযোগ আছে । স্থায়ী ভাবে ৫ বছর বসবাসের পর আপনি ডেনিশ নাগরিকত্তের জন্য আবেদন করতে পারবেন ।  সো আপনিও একবার চেষ্টা করে দেখুন যদি উপরোক্ত যোগ্যতা আপনার থাকে । আশা করি ডেনমার্ক  এর গ্রীন কার্ড নিয়ে কৌ তু হলি ভাই -বোনদের কাজে আসবে । যদি লিখাটা পড়ে দরকারি মনে করেন তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না । লিখাটা অনেক বড় করতে চাচ্ছি না । আজকের মত এখানেই ইতি টানছি । আমাদের ফেইসবুকে যুক্ত থাকুন সব কিছুর ব্যাপারে আপডেট পাবেন । আমাকে ফেসবুকে পাবেন এখানে ।  সবাই ভাল থাকবেন  আল্লাহ হাফেজ ।
                 বিশেষ ধন্যবাদান্তে >>
    বাংলাদেশী
             স্টুডেন্টস
                  অ্যাসোসিয়েশান
                                ইন ইউরোপ

    1 comment:

    1. i want to go there but i am a student and want to go by student visa. Is it possible?

      ReplyDelete

    সাম্প্রতিক পোষ্টসমূহ - Recent Posts

     

    Visitors


    ShareThis

    আমাকে ফলো করুন >>

    Total Visitors


     
    ^ Back ToTop