Blogger WidgetsPrint Blogger Widgets

Sunday, March 12, 2017

পোল্যান্ডে কিভাবে স্টুডেন্টস ভিসা/পারমিট থেকে জব ভিসা/পারমিটে পরিবর্তন করবেন ?





Polish Temporary Residence permit


আসালামু আলাইকুম । সময়ের অভাবে ঠিক কোন টপিক নিয়ে আলচনায় আসতে পারি না । আজকে একটু সময় বের করে নিলাম পোল্যান্ড নিয়ে টুকিটাকি আলাপ করব বলে । কিভাবে পোল্যান্ডের স্টুডেন্টস ভিসা নিবেন কি কি করনীয় সেই বিষয়ে আগেই গ্রুপের, ব্লগের পোষ্টে আলাপ করা হয়েছে । আজকের বিষয়বস্তু পোল্যান্ড আসার পর কিভাবে আপনার স্টুডেন্টস ভিসা/ পারমিট ওয়ার্ক পারমিটে পরিবর্তন করবেন? কি কি কন্ডিশন ইত্যাদি ইত্যাদি । ইউরোপে আমেরিকা আর আগে মানুষ শপ্ন থাকে এক রকম , আসার পর সেটার রুপ অন্য রকম । দেশে থাকা অবস্থায় প্রায় অনেকের ধারনা ইউরোপে একবার প্রবেশ করতে পারলেই লাখ টাকার কাতাআর পি.আর পেয়ে যাবে খুব সহজে । অথচ ইউরোপের চিত্র সম্পূর্ণ বিপরীত । কোন দেশে আসার আগে সঠিক তথ্য না জানলে এসে প্রব্লেম এর কোন শেষ ই নেই । আজকাল দেখা যায় অনেক ছেলেমেয়ে বিভিন্ন এজেন্সির মাধ্যমে ইউরোপে আসার ব্যাপারে খুব তুড়্গহুড় করে । এজেন্সির দেয়া তথ্য আর বাস্তবতায় কোন মিল থাকে না । এই ত কিছু দিন আগে একটা নামকরা পত্রিকার বিজ্ঞাপন চোখে পরল । খুব সম্বভ এজেন্সিটি চট্টগ্রামের কোন যায়গায় হবে । এমন লিখা ছিল বিজ্ঞাপনে - আমরা সুইডেনে স্টুডেন্টস/ ওয়ার্ক ভিসা প্রসেস করি ১০০% গ্যারান্টি সহকারে / ৩ বছর পর পি.আর পেতে সাহায্য করি ! :P বিজ্ঞাপন দেখে নিজেও টাস্কি খেয়ে গেলাম শুধু এই বিজ্ঞাপনই নয় এমন হাজারো বিজ্ঞপন এখন চোখে পড়ে । আসুন বিদেশ ভ্রমনের পূর্বে সত্য গুলো জেনে বিদেশ আসি । ইউরোপের কোন দেশে ই ৩ বছরে নরমালি পি. আর / পার্মানেন্ট রেসিদেন্স পারমিট নেয়ার সুযোগ নেই । যারা আপনাকে , আপনার অজ্ঞতাকে লোফে নেয়ার চেষ্টায় মগ্ন এরা দালাল ছাড়া বৈ কিছুই না । ইউরোপের হাতে ঘুনা কয়েকটা দেশ আছে যেখানে চাইলে কোন না কোন ভাবে লিগালি থেকে সেটেল হবার সুযোগ । অথচ বাংলা থেকে তারা কেহ ই জেনে আসেন না কোন কোন দেশে গেলে আমাকে পড়াশুনা শেষে দেশে ফেরত আসতে হবে না ? সবাই মনে করেন যে দেশে যাচ্ছি পরতে অই দেশে ই সেটেল হয়ে যাওয়া যাবে ! আসলে ই কি তাই । না দুনিয়া এত্ত সুজা না । প্রথম জীবনে ইউরোপে আসার পেছনে ২ টা জিনিস কাজ করত আমার মাথাই। প্রথমত আমি পড়াশুনা করে দেশে ফিরব, ২য়ত ভাল জব টব করে মোটা অংকের টাকা নিয়ে দেশে ফেরত জাব কিন্তু ইউরোপে আসার পর চিন্তা ধারা সম্পূর্ণ বলদে গেল । ইউরোপের পরিবেশে ২-৪ বছর পড়াশুনার পর কেহ ই চান না দেশে ফিরে জেতে খুজতে থাকেন স্থায়ী বসাবসের রাস্তা । আমি সেটেলমেন্ট নিয়ে কখনো ভাবতাম না এই জন্য যে দেশে আমার ফিরে জেতেই হবে । এক মায়ের এক ছেলে বিদেশ থেকে আমার লাভ কি । যাই হোক ধারন পাল্টে গেল এক সময়। দেশের আর ইউরোপে জীবনের মধ্যে তফাৎ খুজতে লাগলাম । কারন গুলো উদঘাটন করলাম কেন আমাকে দেশে ফেরত না জেয়ে ইউরোপের কোন দেশে সেটেল হতে হবে । সেই অনুযায়ী কাজ করতে থাকলাম । অবশেষে পিঁপড়া মিষ্টির স্বাদ নিবে । যাইহোক চলেন কথা না বাড়াই আর আমাদের আজকের টপিক পোল্যান্ড নিয়ে কিভাবে পোল্যান্ড আসার পর সেটেল হওয়া যায় । বলতেছিলাম ইউরোপের হাতে গুনা কয়েকটা দেশে পড়াশুনা বা জব নিয়ে প্রবেশের পর স্থায়ীভাবে বসবাসের সুযোগ আছে এর মধ্যে পোল্যান্ড একটা । আপনি যদি সেটেলমেন্ট এর চিন্তা করে ইউরোপে আসেন তাহলে আগে থেকে প্রস্তুতি নিয়ে আসতে হবে কোন দেশে সেটেল হওয়া যাবে । কাল কথা হবে ।।

1 comment:


  1. It was really an amazing blog post and I was really impressed by reading this blog.


    Study in Netherlands

    ReplyDelete

সাম্প্রতিক পোষ্টসমূহ - Recent Posts

 

Visitors


ShareThis

আমাকে ফলো করুন >>

Total Visitors


 
^ Back ToTop