Blogger WidgetsPrint Blogger Widgets

Monday, October 13, 2014

SCHOLARSHIP IN NETHARLAND - বৃত্তি নিয়ে নেদারল্যান্ডে মাস্টার্স, মাসে পাবেন ২ লাখ টাকা ।



ut-hogekamp
 উচ্চ শিক্ষায় বিদেশ থেকে ডিগ্রি। এ প্রত্যাশা কার না থাকে। সে স্বপ্নকে সত্যি করতে খুঁজছেন দ্বার? স্বপ্ন পূরণের সে দ্বার যেন আপনার নাগালে। আর মেধাবীদের জন্য তা উন্মুক্ত করেছে নেদারল্যান্ডের একটি বিশ্ববিদ্যালয়। তারা বিশ্বের মেধাবী শিক্ষার্থীদেরকে দিবে স্কলারশিপ। মাস্টার্স করার সুযোগ দেয়া হবে ফার্স্ট ক্লাস ফার্স্ট শিক্ষার্থীদের।
প্রতিষ্ঠানের নাম : ইউনিভার্সিটি অব টন্ট (Univesity of Twente, The Netherlands)
পাঠ্য বিভাগ: বিশ্ববিদ্যালয়ে রয়েছে এমন যেকোন বিষয়ে মাস্টার্সের সুযোগ।
স্কলারশিপের সংখ্যা:  বিশ্বে জনসংখ্যা ও শিক্ষার কথা বিবেচনায় কর্তৃপক্ষ স্কলারশিপের জন্য কোন নির্ধারিত সংখ্যা রাখেনি। আবেদনকারীদের থেকে বাছাই করে নেয়া হবে শিক্ষার্থী।
যা পাবেন: একজন শিক্ষার্থীর চাহিদা পুরনে যা প্রয়োজন তাই দেয়া হবে। প্রতিমাসে তারা দিবে ২ লাখ টাকা। অর্থাৎ বছরে দেয়া হবে ২৫ লাখ টাকা। শিক্ষা ব্যয় বহন করেও সে টাকা পাঠাতে পারবেন বাড়িতে।
যোগ্যতা: আন্তর্জাতিক কোন বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি আনতে হলে অবশ্যই কিছু শর্ত পূরণ করতে হয়। এ স্কলারশিপের ক্ষেত্রেও তাই।
• ডিসেম্বর আগে সমাপ্ত করা গ্রাজুয়েশন সার্টিফিকেট।
• ২৫০ থেকে ৫০০ শব্দের ‘মোটিভেশনে’র উপর একটি কম্পজিশন লিখে দিতে হবে
• ইংরেজীতে দক্ষতার সার্টিফিকেট দেখাতে হবে।
• সিজিপএ খুব ভাল থাকতে হবে।
• ফার্স্ট ক্লাস ফার্স্ট হতে হবে।
তবে এ স্কলারশিপ পেতে হলে আপনাকে আগে ওই বিশ্ববিদ্যালয়ের যেকোন একটি বিভাগে প্রি-মাস্টার্স কোর্সে ভর্তি হতে হবে। শর্তাগুলো আপনার সঙ্গে মিলে গেলে তবে এখনই শুরু করতে হবে প্রক্রিয়া।
ডেডলাইন: ৩০ দিসেম্বর ২০১৪ এর মধ্যে আবেদন করতে হবে
অফিসিয়াল ওয়েবসাইট: http://www.utwente.nl/internationalstudents/scholarshipsandgrants/all/uts/

No comments:

Post a Comment

সাম্প্রতিক পোষ্টসমূহ - Recent Posts

 

Visitors


ShareThis

আমাকে ফলো করুন >>

Total Visitors


 
^ Back ToTop