Blogger WidgetsPrint Blogger Widgets

Friday, October 4, 2013

STUDY IN FRANCE- ফ্রান্সে উচ্চশিক্ষা ।

ফ্রান্সে উচ্চশিক্ষা



সালাম সবাইকে । আশা করি অনেক ভালো আছেন সবাই । ফ্রান্সের উচ্চশিক্ষা নিয়ে কিছুদিন আগে একটা ইংলিশ পোষ্ট দিয়ে ছিলাম এই শিরনামে Study in France : What you need to Know  খুবই দরকারি তথ্য বহুল পোষ্টটি যারা পড়েন নি তারা পড়ে নিবেন । আর মূলকথা ফ্রান্সের উচ্চশিক্ষা সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে ভিজিট করুন তাদের ন্যাশনাল ওয়েব পোর্টাল  ক্যাম্পাস ফ্রান্স --http://www.campusfrance.org/en এই ওয়েবসাইট টি তে । এবার আসি আমাদের নিজের ভাষায় ফ্রান্সের উচ্ছশিক্ষা নিয়ে কিছু কথা বলা যাক । 

উচ্চশিক্ষার জন্য ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর মধ্যে ফ্রান্স অন্যতম। ফ্রান্সে জীবনযাত্রার মান যেমনি উন্নত ও আধুনিক তেমনি প্রকৃতিক সৌন্দর্য ও মানসম্মত পড়ালেখার জন্য ফ্রান্স শিক্ষার্থীদের আকর্ষনের অন্যতম কারন। ফ্রান্সে পড়ালেখার প্রধান ভাষা হলো ফ্রেঞ্চ ভাষা। তবে ইংরেজিতেও পড়ালেখা করা যায়। এজন্য শিক্ষার্থীদের অবশ্যই ইংরেজি জানা থাকতে হবে। এক্ষেত্রে আইইএলটিএস বা টোফেল করা থাকলেও চলবে। আন্ডারগ্রাজুয়েটের জন্য ৫·০- ৫·৫ আইইএলটিএস এবং ৫৫০ টোফেল স্কোর এবং পোস্টগ্র্যাজুয়েটের জন্য সাধারনত ৬·০ আইইএলটিএস এবং ৬০০ টোফেল স্কোর দরকার হয়।

ভর্তির সেশন
ফ্রান্সে বছরে তিন সেমিস্টারে পড়ালেখা করানো হয় , (মূলত দুইটা) । ১·সেমিস্টার এক - সেপ্টেম্বর/অক্টোবর, ২·সেমিস্টার দুই জানুয়ারি/ফেব্রুয়ারি এবং ৩·সেমিস্টার তিন - মে/জুন।

কোর্স প্রোগ্রাম
১· ডিপ্লোমা প্রোগ্রাম,
২· এসোসিয়েট ডিগ্রি,
৩· ব্যাচেলর ডিগ্রি,
৪· গ্র্যাজুয়েট ডিপ্লোমা ডিগ্রি,
৫· মাস্টার ডিগ্রি এবং
৬· ডক্টর ডিগ্রি।

ভর্তির বিষয়
ফ্রেঞ্চ ল্যাংগুয়েজ এন্ড লিটারেচার, হিস্ট্রি, ইংলিশ, ফিলোসফি, সোশাল সায়েন্স, পলিটিকাল সায়েন্স, সোসিওলজি, ল, ইকোনোমিক্স, চাইল্ড এন্ড ফেমিলি স্টাডিস, পাবলিক এডমিনিস্ট্রেশন, বিজনেস অ্যাডমিনেসট্রেশন, ম্যানেজমেন্ট, একাউনটেন্সি, ম্যাথমেটিক্স, ফিজিক্স, জিওফিজিক্স, এপ্লাইড ফিজিক্স, এস্ট্রোনমি, কেমিস্ট্রি, এপ্লাইড কেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রি, বায়োলজি, ই-বিজনেস, কনভেনশন ইন্ডাস্ট্রি, ফুড এন্ড নিউট্রিশন, হিউম্যান ইকোলজি, ফুড সার্ভিস মেনেজমেন্ট, ট্যুরিজম মেনেজমেন্ট, হোটেল মেনেজমেন্ট, কলিনারি সায়েন্স এন্ড আর্টস, জিওগ্রাফি, ইনফরমেশন ডিসপ্লে, মেডিকাল সায়েন্স, ফার্মাসিউটিকাল সায়েন্স, ইলেকট্রনিক মেটেরিয়াল্‌স ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ক্লোথিং এন্ড টেক্সটাইল, সিরামিক ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার, ওরিয়েন্টাল ফার্মাসিউটিকাল সায়েন্স, ওরিয়েন্টাল মেডিসিন, ডেন্ট্রিস্টি, স্কুল অব নার্সিং সায়েন্স, হাউজিং এন্ড ইন্টেরিয়র ডিজাইন, ডিজাইন ক্রাফট, থিয়েটার এন্ড ফ্লিম, ক্রিয়েটিভ রাইটিং, ইনস্ট্রুমেন্টাল মিউজিক, কম্পোজিশন, ভয়েজ, ফাইন আর্টস, কোরিয়ান পেইন্টিং, ড্রয়িং এন্ড পেইন্টিং, স্কাল্পচার, ডেন্স, মডার্ণ ডেন্সিং, বেলেট প্রভৃতি বিষয়সমূহ পড়া যায়।

টিউশন ফি
অন্যান্য ইউরোপীয় দেশের তুলনায় ফ্রান্সে টিউশন ফি একটু বেশী হয়। সাধারণতঃ টিউশন ফি নির্ভর করে কোর্স এবং শিক্ষাপ্রতিষ্ঠানের উপর। শিক্ষাপ্রতিষ্ঠান ভেদে টিউশন ফি বছরে ৩০০০-১০০০০ ইউরো পর্যন্ত হতে পারে।

ভর্তির জন্য আবেদন/ কি কি লাগবে ভর্তি হতে ?
ভর্তির জন্য শিক্ষার্থীকে সেশন শুরুর কমপক্ষে ১০-১২ সপ্তাহ পূর্বে আবেদন করতে হয়। আবেদন করার ১০-১৫ দিনের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে অফার লেটার চলে আসে। অফার লেটার আসার পর প্রয়োজনীয় কাগজপত্র যেমন- শিক্ষাগত যোগ্যতার সকল মার্কশীট এবং সার্টিফিকেট, স্পন্সরের বৃত্তান্ত (ব্যাংক স্টেটমেন্ট এবং আয়ের উৎস), পাসপোর্ট, ছবি, বার্থ সার্টিফিকেট, আইইএলটিএস বা ইংলিশ প্রফিসিয়েন্সির সার্টিফিকেট, পুলিশ ক্লিয়ারেন্স ইত্যাদি কাগজপত্রসহ ভিসার জন্য আবেদন করতে হয়।

স্পন্সর / ব্যাংক সলভেন্সি
ভিসার জন্য শিক্ষার্থীর প্রথম রক্তের সম্পর্কের অভিভাবক স্পন্সর হলে ভিসা পাওয়া অনেকটা সহজ হয়।তবে শিক্ষার্থীর অন্য যেকোন অভিভাবক স্পন্সর করতে পারবে।  তবে যদি আপনার যদি পর্যাপ্ত টাকা থাকে তাহলে আপনি নিজের নামে ও ব্যাংকে টাকা দেখাতে পারেন । ফ্রান্সের ক্ষেত্রে আপনাকে ১০০০০-১৫০০০ হাজার ইউরো দেখাতে হবে । টাকাটা অফার লেটার পাওয়ার পর ব্যাংকে রেখে এমব্যাসি ইন্টার্ভিউ ফেইস করতে হবে । ভিসা হলে আপনি টাকা তুলে নিতে পারবেন। আর ফ্রান্সে প্রবেশকালে ইমিগ্রেশন যদি জানতে চায় আপনার কাছে পর্যাপ্ত ব্যাংক, ব্যাল্যান্স আছে কি না তাদের দেশে পড়াশুনা করার মত তাহলে  অবশ্যই আপনার  ব্যাংক সলভেন্সির নমুনা দেখাতে হবে । 

পার্টটাইম জব
ফুলটাইম কোর্সের শিক্ষার্থীরা সপ্তাহে ২০ ঘন্টা কাজ করতে পারবে। তবে ছুটি ও অবসরকালীন সময় ফুলটাইম কাজ করা যায়। মাসে প্রায় ৮০০-১০০০ ইউরো আয় করা যায়।

থাকা-খাওয়ার খরচ
বিদেশী শিক্ষার্থীদের জন্য ক্যাম্পাসে হোষ্টেল রয়েছে। তবে কেউ ইচছা করলে ভাড়া বাড়িতে বা পেয়িং গেষ্ট হিসাবেও থাকতে পারবে। থাকা খাওয়া ও অন্যান্য ব্যায়সহ একজন শিক্ষার্থীর মাসে ৪০০-৬০০ ইউরোর বেশী লাগে না। মেডিকেল ইন্স্যুরেন্স কভারের জন্য মাসে ৫০ ইউরোর মত দিতে হয়। 

ভিসা সংক্রান্ত তথ্য
ভিসা ফি ৯৯ ইউরো। ভিসার জন্য দূতাভাসের নিয়ম অনুযায়ী সব কাগজপত্র জমা দিতে হয়। বিস্তারিত তথ্য জানতে ভিজিট করুন বাংলাদেশে অবস্থিত ফ্রান্সের দূতাবাসে ফ্রান্স এমব্যাসি ইন ঢাকা, বাংলাদেশ  

অভিবাসন সংক্রান্ত তথ্য : আপনি জানেন কি উন্নত দেশগুলোর পাসপোর্টের মর্যাদার দিক দিয়ে ফ্রান্স এর পাসপোর্ট খুবই শক্তিশালী পাসপোর্ট । বিনা ভিসায় আপনি ১৭২ দেশ ভ্রমণ করার সুযোগ পাবেন যদি আপনি ফ্রান্স পাসপোর্ট এর মালিক হতে পারেন । আর আপনি ৫ বছর বৈধভাবে বসবাসের পর স্থায়ী ভাবে বসবাসের জন্য আবেদন করতে পারবেন আর ১০ বছর পর আপনি পাসপোর্ট অর্থাৎ ফ্রান্স নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে পারবেন এইখানে ফ্রান্স ইমিগ্রেশন সার্ভিস - http://www.ofii.fr/ http://www.diplomatie.gouv.fr/en/ , http://www.immigration.interieur.gouv.fr/ ,   

দূতাবাসের ঠিকানা
ফ্রান্স দূতাবাসঃ বাড়ি- ১৮, রোড- ১০৮, গুলশান-২, ঢাকা- ১২১২। ফোন- ৮৮১৩৮১১-১৪, ফ্যাক্স- ৮৮৩৬১২।
E-mail : daccacha@bdmail.net

বিশেষ দ্রষ্টব্য > উপরে উল্লেখিত এংরেজি পোষ্ট টি পড়ে নিলে অনেক দরকারি তথ্য পেয়ে যাবেন  । আরও যদি কোন কিছু জানার থাকে তাহলে আমাদের গ্রুপে সেগমেন্ট চলবে ফ্রান্সে উচ্চশিক্ষা ও অভিবাসন নিয়ে আপনারা আপনাদের মতামত জানাতে পারে মন্তব্বের মাধ্যমে । আজকের মত এখানেই  সবাইকে আবারো ধন্যবাদ । #যুবরাজ# 

Studying in France: What you need to know !!

France is the fourth most popular study destination in the world, with nearly 300,000 foreign students. Relatively low tuition fees and the chance to live in France are certainly appealing, but France’s confusing higher education system can be frustrating to navigate. let's check !
    So, you want to study in France?
    The very thought can conjure up images of lecture halls where Durkheim or Sartre once probed society and the meaning of life, dank sheds in which Marie Curie discovered Radium, or cafés in which Camus once plotted his works of absurdism.
    France certainly has a strong intellectual tradition, and whether it’s to improve your French, for the richness of cultural activities, or just to try something different, there are a range of options for international students.
    When it comes to the practical side, there are frustrations, but it’s doable, and well worth the effort. We’ve put together this guide to help you through the process.
    Applying to a university and visas
    How you go about choosing a university program in France will depend on where you’re from. 
    Anyone from an EU or European Economic Area member state won’t need a visa to study, and can apply directly to the university or graduate school of their choice. 
    Otherwise, you’ll need a student visa. You can get one either at a French consulate or via Campus France (full list of all the links below). 
    Campus France is an online portal run by the French government that assists students in their university applications, from choosing a university up to visa processing. 
    They have a number of regional offices around the world and can also provide extensive information on degree programs.
    France recently simplified the notoriously tedious process of applying for a Carte de Séjour, or residency permit, for non-EU nationals. 
    During your first year of studies, you only need to show your visa as proof of your residency status. However, you still need to register with the immigration officewithin 30 days of arrival and undertake a medical examination to validate your visa. From your second year of studies onwards, you will need to apply for a Carte de Séjour.
    Language level
    Many universities now offer either bilingual programs or programs taught entirely in English, which is of particular appeal for those wanting to learn or improve their French while specialising in another academic discipline. 
    However, if you decide to undertake a degree program taught in French, you will need to have at least an intermediate level of French. Many universities require the B2 (intermediate) certificate in the Diplôme d'Études en Langue Française (DELF) or sometimes the C1 (advanced) certificate, (the Diplôme Approfondi de Langue Française or DALF), depending on the course.
    Find out more about French language courses at the CIEP website.
    The French higher education system
    France used to have a complicated system of degrees and diplomas, but as part of the Bologna process degrees are being standardised into Licence, Master and Doctorat levels, which correspond to Bachelor’s, Master’s and Doctorate degrees, requiring three, two, and three years respectively to complete.
    The large majority of higher education institutions in France are state-funded, meaning there is only a nominal tuition fee of around 200€-400€ per year, depending on the level of studies. 
    Many business schools, however, are privately owned, and tuition fees for non-EU students can exceed €15,000 ($19,750) per year.
    Under the French higher education system, anyone who has obtained their baccalauréat, or secondary school certificate, is entitled to enrol at a public university, but there are often competitive exams at the end of first year for a limited number of places in second year. 
    There is also a parallel system of elite, selective institutions known as grandes écoles, which have no real equivalent in the English-speaking world, but can be compared to graduate schools. 
    Unlike public universities, they have highly selective entry examinations, and are often semi-private, meaning they can charge much higher fees.
    The French academic year corresponds roughly with most other northern hemisphere academic calendars.
    The autumn semester usually begins in late September, followed by a spring semester starting in early February. 
    In addition to holidays around Christmas and New Year, some universities may have a spring break and holidays around All Saints’ Day (November 1st) and Easter. 
    Exams are normally at the end of each semester, and there are usually three months of holidays in summer, running from the beginning of July to the end of September.
    Cost of living and housing
    The cost of living in France is similar to other countries in Europe, but Paris, which is the most popular destination for students, can be very expensive, and it can be extremely difficult to find housing. There is often a crazy scramble for accommodation just before the beginning of each academic year in early October. 
    The Cité Universitaire Internationale de Paris is a large student residence in the south of Paris with dormitories representing a number of different nationalities. 
    The Fondation des Etats-Unis and the Maison des Etudiants Canadiens cater to American and Canadian students, while the Collège Franco-Britannique caters for British and Commonwealth citizens. 
    Those whose nationalities are not represented can make a general application to the CIUP. Be warned, however, that places are limited - and many students apply up to a year in advance to secure a spot. 
    Only students in their third year of university and beyond can apply, and the maximum stay is two years.
    Universities outside Paris (and even those located in the suburbs around Paris) often have subsidised student accommodation, either on-campus or nearby. You can also find more information about living in dormitories funded by the national student welfare office, the CNOUS.
    Financial aid and working
    The French government offers a large number scholarships each year to international students. These are normally advertised on the websites of French embassies and consulates around the world. Campus France also has a search engine for scholarships and grants 
    Students whose universities are part of the Erasmus program can apply for the scheme through their universities. While the scheme is largely limited to universities in the EU, there are a number of non-EU universities who are also involved.
    Means-based rental assistance is available to anyone with a valid French visa or Carte de Séjour (residency permit), including non-EU citizens, and are managed by the Caisses d'Allocations Familiales (CAF). 
    Students are legally allowed to work up to 19.5 hours per week during the semester, and full-time during the holiday period. 
    Non-EU citizens no longer need to apply for a separate work permit, and can work as long as they hold a valid student visa or residency card, except for Algerian students, who are covered under a separate agreement. 
    Students who have completed a Master’s are also eligible to apply for a six-month temporary work permit to allow them to find a job after their studies, but this provision was recently tightened and many applications were refused. 
    Student life
    French universities tend not to have the same level of student activity that collegiate universities in the English-speaking world do. 
    Yet there are many extra-curricular activities and social events organised by student unions, or bureau(x) des étudiants (BDE). 
    As the fourth most popular study destination in the world, and with 12 percent of the student population hailing from abroad, there is often a dynamic cultural diversity on French campuses. 
    Most universities make an active effort to welcome them; with international students’ offices, student associations and buddy programs to help ease the transition for international students.
    There are many benefits extended to students in France including generous discounts for food, entertainment and transportation. 
    Eligibility criteria can vary. Some benefits are only available to student card holders, while others are available to anyone under the age of 26. 
    Many public museums in Paris, for example, have free entry for EU residents under the age of 26. 
    Other benefits require the purchase of a student card; for example, the 12-25 rail card issued by the national rail company, SNCF, is valid for one year and costs €50. It offers up to a 60% discount on rail travel throughout France. In 2011, the offer was extended to those up to 30 years of age.
    Bon courage with your studies.

    Links in this article:
    Immigration office http://www.ofii.fr
    French language courses http://www.ciep.fr/delfdalf/
    European higher education rules http://www.ehea.info/
    Cité Universitaire Internationale www.ciup.fr
    12-25 rail card www.12-25-sncf.com

           We will add more info soon just wait few days. Thanks

    সাম্প্রতিক পোষ্টসমূহ - Recent Posts

     

    Visitors


    ShareThis

    আমাকে ফলো করুন >>

    Total Visitors


     
    ^ Back ToTop